আন্তর্জাাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন

কচুয়ায় জয়িতাদের সম্মাননা

কচুয়া সংবাদদাতা

আপডেট : ০৪:৩৭ পিএম, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭ | ১১১০

“শেখ হাসিনার বারতা,নারী পুরুষ সমতা” প্রতিপাদ্য বিষয় নিয়ে কচুয়ায় পালিত হয়েছে আন্তর্জাাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০১৭ বেগম রোকেয়া দিবস। এতে দেয়া হয়েছে জয়িতা নারীদের সম্মাননা ।


উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শনিবার সকালে এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‌্যালিটি উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাসমিন ফারহানা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ার। সাংবাদিক কাজী সাইদের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন (অবঃ) প্রধান শিক্ষক সুবোধ চন্দ্র সাহা, উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি আজাদ হোসেন বালী, সাংবাদিক তুষার রায় রনি,সমীর বরণ পাইক,নেয়ামুল হক সাহিন প্রমুখ।


সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৫ জয়ীতাকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্ত জয়ীতারা হলেন, চঞ্চলা রানী সাহা, সেলিনা বেগম, আলেয়া বেগম, রেনু বেগম(আসমা), জ্যোতি মৃধা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত