তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক

কচুয়ায় প্রশিক্ষণ কর্মশালা

কচুয়া সংবাদদাতা

আপডেট : ০২:৪৬ পিএম, বুধবার, ১৩ ডিসেম্বর ২০১৭ | ১০৯৩

কচুয়ায় তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ তথ্য কমিশন ও উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এ্যাড.মীর শওকাত আলী বাদশা এমপি।


প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন তথ্য কমিশনের কমিশনার নেপাল সরকার। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাসমিন ফারহানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম.মাহফুজুর রহমান,উপজেলা ভাইস চেয়ারম্যান হাজরা ওবায়দুর রেজা সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ার।


প্রশিক্ষণে সরকারের তথ্য অধিকার আইন বাস্তবায়ন, জনগণের তথ্য অধিকার নিশ্চিত ও তথ্য প্রাপ্তি সম্পর্কিত বিভিন্ন বিষয়ে অবহিত করা হয়।


কর্মশালায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুধীসমাজের প্রতিনিধি অংশ গ্রহন করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত