শরণখোলায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

শরণখোলা সংবাদদাতা

আপডেট : ০৫:০৮ পিএম, শনিবার, ১৬ ডিসেম্বর ২০১৭ | ৮১৪

শরণখোলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এদিন সকাল সাড়ে ৭টায় উপজেলা প্রশাসন শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল উদ্দিন আকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সাধরণ সম্পাদক জাহাঙ্গীর কবির বাবুল, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মতিয়ার রহমান খান, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এমএ খালেক খানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে একে একে মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, বিএনপি, যুবদল, জাতীয় পার্টি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, শরণখোলা প্রেসকাব, শরণখোলা ডিগ্রি কলেজ, শরণখোলা নাগরিক ঐক্য পরিষদ, রায়েন্দা পাইলট হাইস্কুল, আরকেডিএস বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।

সকাল ৯টায় রায়েন্দা পাইলট হাইস্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে পুলিশ, আনসার-ভিডিপি, রোভার স্কাউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ডিসপ্লে প্রদর্শণ করে।

দুপুর ১২টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ইউএনও লিংকন বিশ্বাসের সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মো. কামাল উদ্দিন আকন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবিরুল ইসলাম, আওয়ামী সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বাবুল, মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ খালেক খান, সাবেক কমান্ডার এম আফজাল হুসাইন, ডেপুটি কমান্ডার হেমায়তে উদ্দিন বাদশা প্রমূখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত