বাগেরহাটে দোকান বন্ধ রাখাকে উৎসাহ দিতে ব্যবসায়ীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৪:১৫ পিএম, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০ | ৪৬০

করোনা ভাইরাস সক্রমন রোধে সারাদেশে মানুষের স্বাভাবিক চলাচল সীমিত করেছে সরকার। গণপরিবহন বন্ধ, নিত্য প্রয়োজনীয় পন্যের দোকান ছাড়া অন্য সব দোকান বন্ধ। যার ফলে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। চিন্তা এখন দোকান না খুললে খাবে কি।

এ জন্য অনেক চায়ের দোকানী পেটের তাগিতে তাদের প্রতিষ্ঠান খোলা রেখেছে। সদর উপজেলার মগরা বাজারের অর্ধশতাধিক চায়ের দোকান ও ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকান বন্ধ রাখা নিশ্চিত করতে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় পন্য সহয়তা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বশিরুল ইসলাম ও কাড়াপাড়া ইউনিয়ন যুবলীগের যুবলীগের সভাপতি শেখ মোঃ মুকিতের পক্ষ থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় স্থানীয় আওয়ামী লীগ নেত শেখ নিজাম উদ্দিন, আব্দুল জলিল শেখ, সিদ্দিকবুর রহমানসহ গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রতি ব্যবসায়ীকে ১০ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি করে ডাল, তেল, লবন ও পেঁয়াজ এবং হাত ধোয়ার জন্য একটি করে সাবান দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত