মোল্লাহাটে করোনা সন্দেহে ৫ জনের নমুনা সংগ্রহ

মোল্লাহাট প্রতিনিধি

আপডেট : ০৬:৫০ পিএম, সোমবার, ১৩ এপ্রিল ২০২০ | ৯৯৩

মোল্লাহাটে করোনা ভাইরাস আক্রান্তের সন্দেহে পরীক্ষার জন্য ৫ জনের নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ পর্যন্ত যাদের নমুনা সংগ্রহ করা হয়েছে তারা সকলেই সম্প্রতি ঢাকা ও নারায়নগঞ্জ থেকে এসেছে। সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিপ্লব কান্তি বিশ্বাস বাগেরহাট টুয়েন্টি ফোরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. বিপ্লব কান্তি বিশ্বাস জানান, করোনার প্রাথমিক লক্ষণ থাকায় মোল্লাহাট সদর ইউনিয়নের উদয়পুর গ্রামেরই ৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। যাদের নমুনা সংগ্রহ করা হয়েছে তারা প্রত্যেকেই হোম কোয়ারেন্টাইনে রয়েছে। দুই থেকে তিন দিনের মধ্যে ফলাফল জানা যাবে তারা করোনা ভাইরাসে আক্রান্ত কিনা। যাদের নমুনা সংগ্রহ করা হয়েছে তারা প্রত্যেকেই পুরুষ বলে তিনি উল্লেখ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত