বুধবার থেকে শুরু

চিতলমারীতে ‘এক দোকানে এক ক্রেতা’ হাটের উদ্বোধন

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ০৭:১৮ পিএম, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০ | ১৭৫৫

চিতলমারীতে ‘এক দোকানে এক ক্রেতা’ হাটের উদ্বোধন করা হয়েছে। সামাজিক দূরত্ব মেনেই এ হাট বসবে। শেরে বাংলা ডিগ্রী কলেজ মাঠে সপ্তাহে’র শনি ও বুধবার মিলবে এ হাট। চলবে সকাল ৬ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।


উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, সমাজের প্রান্তিক সবজি চাষি ও মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যের কথা ভেবে এ হাটের উদ্বোধন করা হয়েছে। এ হাটের দোকান গুলো সামাজিক নিরাপত্তা মেনেই চলবে। প্রতিটি দোকান ১০ ফুট বাই ১০ ফুট। এক দোকান থেকে আরেক দোকানের দূরত্ব ২০ ফুট এবং এখানে এক দোকান একজনে পরিচালনা করবে। আর এক এক জন করে ক্রেতা আসবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত