মোরেলগঞ্জে ধানকাটাসহ বহুমুখী পদ্ধতির মেশিন হস্তান্তর করলেন এমপি মিলন

মশিউর রহমান মাসুম, মোরেলগঞ্জ

আপডেট : ০৪:০১ পিএম, শনিবার, ২ মে ২০২০ | ৬২৭

মোরেলগঞ্জে ধান কাটাসহ বহুমুখী পদ্ধতির অত্যাধুনিক ‘কমবাইন হারভেস্টার’ মেশিন কৃষকের কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন শনিবার বেলা ১১টায় আমতলী ব্লকের কৃষক এনায়েত হোসেন তালুকদারের কাছে এ মেশিনের চাবি তুলে দেন।

উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা দিপক কুমার রায়, উপজেলা কৃষি কর্মকর্তা রেহেনা পারভিন, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল এ সময় উপস্থিত ছিলেন।

এ মেশিন দিয়ে ঘন্টায় .৩৩ শতকের এক বিধা জমির ধান কেটে মাড়াই করে বস্তা বন্দী করা যাবে। প্রতি ঘন্টায় ডিজেল খরচ হবে ৩ লিটার। মেশিন পেয়ে করোনায় শ্রমিক সংকটে পড়ে দুশ্চিন্তাগ্রস্থ কৃষকদের মুখে হাসি ফুটেছে। ধানকাটাও শুরু হয়ে গেছে। এখানে ৫০২৫ হেক্টর জমিতে বোরোধান রয়েছে।

সরকারি উন্নয়ন সহায়তার আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভর্তুকীমূল্যে মেশিনটি সরবরাহ করেছে। একই সাথে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে হস্তচালিত একটি ধানকাটা মেশিন, ফুটপাম্প, সেচ মেশিন ও ৪শ’ কৃষককে সবজি বীজ দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত