মোংলার বিপনীবিতান ও বাজারে মানুষের উপচে পড়া ভিড়

মাসুদ রানা,মোংলা

আপডেট : ০৪:৩৭ পিএম, শুক্রবার, ১৫ মে ২০২০ | ৫৮৭

মোংলায় সকল দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে। শিথিল হয়েছে প্রশাসনের তৎপরতা। তাই হাটবাজারে বাড়ছে মানুষের উপচে পড়া ভীড়। সামাজিক দুরত্ব বজায় রাখতে প্রচার প্রচারনা অব্যহত থাকলেও তা যেন কেউ তোয়াক্কা করছে না। গা ঘেষেই দোকানপাটে কেনাকাটায় দুম পড়েছে। কাপড়ের দোকান, গার্মেন্টস জুতার দোকান সহ বিপনীবিতানে পুরুষের চেয়ে মহিলাদের ভীড় চোখে পড়ার মতো। এতে করোনা ভাইরাস সংক্রমনের ঝুকি রয়েছে।

গত ১০ মে থেকে খুলে দেওয়া হয়েছে দোকানপাট, ফলে হাটবাজারে বাড়ছে ক্রেতাদের ভিড় বাড়ছে। বড়-বড় শপিংমল, ডিপার্টমেন্টাল স্টোর, শাড়ি, কাটাকাপড়, গার্মেন্টস, কসমেটিকস ও জুতার দোকানগুলোতে উপচে পড়া ভিড় লেগে থাকছে।এ অবস্থায় করোনাভাইরাস সংক্রমণের ভয়াবহ ঝুঁকির মধ্যে পড়েছে মোংলা উপজেলার অধিকাংশ মানুষ।

তবে ব্যবসায়ী নেতা ও দোকান মালিকরা বলছেন, করোনা আক্রান্ত হওয়ার ভয় নিয়ে জীবিকার তাগিদে দোকান খুলতে হচ্ছে। সীমিত সময়ের জন্য দোকান খোলা থাকায় ক্রেতাদের তাড়াহুড়া থাকায় করোনা সংক্রমণের ঝুঁকি কিছুটা রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত