স্বাস্থ্যবিধি না মানায় পিরোজপুরে বিপণীবিতাণ ফের বন্ধ

পিরোজপুর প্রতিনিধি

আপডেট : ০২:৫০ পিএম, মঙ্গলবার, ১৯ মে ২০২০ | ৫১৬

স্বাস্থ্যবিধি না মানায় করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকির শঙ্কায় পিরোজপুরের সকল প্রকার বিপণীবিতান, শাড়ি-কাপড়, তৈরি পোশাকের দোকান, জুতার দোকান, প্রসাধনী সামগ্রীর দোকান সমূহ অনির্দিষ্টকালের জন্য ফের বন্ধের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।

সোমবার রাতে জেলা প্রশাসক ও করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি আবু আলী মো: সাজ্জাদ হোসেন একসভা শেষে জেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেইজে জানান, “পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পিরোজপুর জেলার সকল মার্কেট পরবর্তী নিদের্শনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। ওষুধের দোকান এবং জরুরী সেবা গুলো এই নিদের্শনার আওতায় পড়বে না”


মঙ্গলবার ভোর ৬টা থেকে এ আদেশ কার্যকর হবে বলে জানান, জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং এনডিসি মো. মফিজুর রহমান। নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং এনডিসি মো. মফিজুর রহমান বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, ঈদকে সামনে রেখে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব রা করে দোকানপাট, শপিং মল খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। ব্যবসায়ীরা স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে ১০ মে থেকে দোকানপাট খুলতে শুরু করে। কিন্তু গত কয়েক দিনে ক্রেতা-বিক্রেতা উভয়ের মধ্যে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা দেখা গেছে। তাদের অবহেলার কারণে জেলায় করোনাভাইরাসের সংক্রমণের হার বাড়ছে।”

তাই সাধারণ মানুষের সুরা ও মৃত্যুঝুঁকি এড়াতে ১৯ মে মঙ্গলবার ভোর ৬টা থেকে জেলায় সকল প্রকার বিপণীবিতান, শাড়ি-কাপড়, তৈরি পোশাকের দোকান, জুতার দোকান, প্রসাধনী সামগ্রীর দোকান সমূহ অনির্দিষ্টকালের জন্য ফের বন্ধের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। তবে কেউ এই নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত