মোংলায় শহরে ও গ্রামে গ্রামে চলছে মাইকিং

মাসুদ রানা,মোংলা

আপডেট : ০৩:০৮ পিএম, মঙ্গলবার, ১৯ মে ২০২০ | ৫২১

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আম্ফান এর প্রভাবে ৭ নম্বর বিপদ সংকেতের আওতায় পড়ায় মোংলা পৌর শহরে ও উপজেলার গ্রামে গ্রামে মাইকিং করেছে ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসুচি (সিপিপির) সদস্যরা। ১৮ মে বিকেল থেকে তারা জনগণকে সচেতন করতে মাইকিং করে যাচ্ছে। ঘূর্ণিঝড় সতর্কতায় মাইকিং ছাড়াও সিপিপি মোংলায় বিভিন্ন পয়েন্টে ১৩২টি সিগনাল পতাকা উত্তোলন করেছে।
এছাড়া সকালে উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সকল নৌ-যোগাযোগ বন্ধ করে দেয়া হয়েছে। সকল মাছ ধরা ট্রলার ও নৌকাকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদে থাকতে বলা হয়েছে।
মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাহাত মান্নান বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, ঘূর্নিঝড় মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি ও সতর্কতামুলক ব্যবস্থা নেয়া হয়েছে। খোলা হয়েছে পৃথক কন্ট্রোল রুম। উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান মিলিয়ে মোট ১০৩টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে
এদিকে দুপরের পর থেকে আকাশ অনেকটা মেঘলা হয়ে অন্ধকার নেমে আসে। পরবর্তীতে থেমে থেমে কয়েক বার বৃষ্টি হয়েছে। এতে জানসাধারণের মধ্যে চরম আতংক বিরাজ করছে
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত