বাগেরহাটের দ: খানপুর রবীন্দ্রনাথ পালের দূর্গা মন্দির সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৪:০২ পিএম, শুক্রবার, ২৯ মে ২০২০ | ৬০৩

বাগেরহাট সদর উপজেলার দক্ষিণ খানপুর রবীন্দ্রনাথ পালের শ্রী শ্রী শারদীয় দূর্গা মন্দিরটি মৌসুমী ঝড়ে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ২৭ মে রাতে মৌসুমী বায়ু প্রভাবিত ঝড়ে এ মন্দিরটি সম্পূর্ণরূপে ভেঙ্গে যায়। জানা যায়, ২০১৮ সালে ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী রাজেশ কুমার রায়নার হাতে উদ্বোধনের মাধ্যমে এই পারিবারিক মন্দিরটি কার্যক্রম শুরু হয়। এলাকার প্রায় তিন শতাধিক হিন্দু পরিবার এ মন্দিরে পূজা অর্চনা করে থাকে।

সম্প্রতি ঝড়ে টিনের ছাউনী ও বেড়া সহ মন্দিরটি সম্পূর্ণ ভেঙ্গে যায়। এলাকার হত দরিদ্র ধর্মানুরাগী মানুষের উপাসনার কেন্দ্র এই মন্দিরটি ক্ষতিগ্রস্ত হওয়ায় এলাকাবাসী উদ্বিগ্ন। মন্দির কমিটির সভাপতি সাকিনা আজাহার টেকনিক্যাল কলেজের প্রভাষক শেখর চন্দ্র পাল ও সাধারন সম্পাদক সন্ন্যাসী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার পাল বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, এ অঞ্চলে হত দরিদ্র শ্রেণির লোকের বসবাস। এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় মন্দিরটি নির্মান করা হয়েছিল। ঝড়ে ক্ষতিগ্রস্ত মন্দিরটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের কাছে দাবি জানান তারা ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত