সাবরেজিষ্ট্রার অফিস ও শেরে বাংলা কলেজসহ ৪ বাড়ি লকডাউন

চিতলমারীতে এবার সাংবাদিক, অধ্যক্ষ, শিক্ষিকা ও ব্যাংকার করোনা আক্রান্ত

এস এস সাগর, চিতলমারী

আপডেট : ০৬:১৭ পিএম, বুধবার, ২৪ জুন ২০২০ | ১৭৬৯

প্রতিকী ছবি

চিতলমারীতে নতুন করে আরও ৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সাংবাদিক, কলেজ অধ্যক্ষ, স্কুলের প্রধান শিক্ষিকা ও ব্যাংকার রয়েছেন। এ ঘটনায় চিতলমারী উপজেলা সাবরেজিষ্ট্রি অফিস, শেরে বাংলা ডিগ্রী কলেজ ও আক্রান্তদের ৪টি বাড়ি উপজেলা প্রশাসন লকডাউন ঘোষণা করেছে। সেই সাথে আক্রান্তদের হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। বুধবার সন্ধ্যা ৭ টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম বাগেরহাট টুয়েন্টি ফোরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মামুন হাসান বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, করোনা উপসর্গ দেখা দেয়ায় গত ২২ জুন (সোমবার) ১১ জনের নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। সেখান থেকে নমুনা পরীক্ষা শেষে ২৪ জুন চিতলমারী প্রেসকাব ও দলিল লেখক সমিতির সভাপতি মুন্সি দেলোয়ার হোসেন (৫২), শেরে বাংলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাসুদেব চন্দ্র সাহা (৫৯), তার স্ত্রী ও শান্তিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিপ্রা রানী সাহা (৫১) এবং কলাতলা কৃষি ব্যাংকের স্টাফ মিশকাতুল ইসলাম ফকিরসহ (৪৫) এই ৪ জনের রিপোর্ট করোনা পজেটিভ আসে। এ ঘটনায় বুধবার বিকেলে উপজেলা সাবরেজিষ্ট্রি অফিস, শেরে বাংলা ডিগ্রী কলেজ ও আক্রান্তদের ৪টি বাড়ি উপজেলা প্রশাসন লকডাউন ঘোষণা করেছে। সেই সাথে আক্রান্তদের হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

প্রসংগত, এ নিয়ে চিতলমারীতে মোট করোনা আক্রান্তের সংখ্যা এ পর্যন্ত ১৫ জন। এদের মধ্যে ১৩ জন পুরুষ ও দুইজন নারী। এই দ্বিতীয়বার এখানে বসবাসকারীদের মধ্যে করোনার উপস্থিতি পাওয়া গেল। আক্রান্তদের মধ্যে ৬ জন সুস্থ্য হয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত