কচুয়ায় কাঁচা মরিচের ঝাঁজ বেড়েছে!

কচুয়া প্রতিনিধি

আপডেট : ০৬:২৯ পিএম, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০ | ৬৩২

কচুয়া উপজেলার বিভিন্ন হাট বাজারে কাঁচা মরিচের দাম বেড়েই চলছে। বৃহস্পতিবার কচুয়া সদর, সাইনবোর্ড ও বাধাল বাজার সহ কয়েকটি বাজার ঘুরে দেখার এক পর্যায়ে উপজেলার গোপালপুর গ্রামের মিরাজুল ইসলাম রাজা (৫০) সঙ্গে দেখা হলে তিনি বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, কাঁচা মরিচের খুব ঝাঁজ বাড়ছে,কিনতে এসে আমার মাথায় ঝিম ধরেছে। দোকানদার মরিচের কেজি ২শ টাকা চাচ্ছে। এক কেজির পরিবর্তে ১শ গ্রাম ২০ টাকা দিয়ে কিনলাম।

কচুয়া উপজেলাতে মরিচের চাষ কম হয়। খুলনা যশোর অঞ্চলে মরিচের উপর নির্ভর করে চলতে হয়। তাই এসময়ে মরিচের দাম বেশি থাকে। তবে এবছর করোনা ভাইরাস ঘন বৃষ্টির কারনে দাম অন্য বছরের তুলনায় অনেক বেশি।

খুচরা ব্যবসায়ী নারায়ন দাস বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, ১৬০টাকা কেজি দরে পাইকারি ক্রয় করে ১৮০ টাকায় বিক্রয় করছি। দাম বেশি হবার কারণে ক্রেতারা চাহিদার চেয়ে মরিচ কেনা কমিয়ে দিয়েছে।

উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা স্বজল হালদার বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, ঘন বৃষ্টিতে মরিচের ফুল ও গাছ মরে যাওয়ায় এর প্রভাব পড়েছে মরিচের বাজারে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত