বাগেরহাটে তথ্য অধিকার আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

আপডেট : ১১:৫৪ পিএম, রোববার, ২৩ আগস্ট ২০২০ | ৬৮৯

বাগেরহাটে দিনব্যাপি তথ্য অধিকার আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। একশন এইড বাংলাদেশ এর সহযোগীতায় ও বাঁধন মানব উন্নয়ন সংস্থার বাস্তবায়নে রবিবার (২৩ আগষ্ট) শহরের দশানীস্থ একটি হোটেলের কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোছাব্বেরুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাঁধনের নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরুল হাসান মিলন, সাংবাদিক সোহাগ হাওলাদার, বাঁধনের এফোরআই প্রকল্পের সমন্বয়কারী খন্দোকার মুশফিকুল ইসলাম রিতু। কর্মশালায় তথ্য অধিকার আইন এর উপর সেশন পরিচালনা করেন, বাঁধনের ইয়ূথ গ্রুপের সদস্য মোঃ ফয়সাল হোসেন, মোঃ আবু সাঈদ, এফোরআই প্রকল্পের কর্মকর্তা জয়নাল সরদার, মামুন আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন, বাঁধনের ইয়ূথ গ্রুপের সদস্য মীম আক্তার।

কর্মশালায় বাঁধনের ইয়ূথ গ্রুপের ২৫ সদস্যকে তথ্য অধিকার আইন বিষয়ে জানানোর পাশাপাশি কি ভাবে তথ্য অধিকার আইন প্রয়োগ করা হয় সে বিষয়ে হাতে কলমে প্রশিক্ষন দেয়া হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত