ফকিরহাটে ক্যারিয়ার কো-অপারেটিভ কাউন্সিলের অভিজ্ঞতা বিনিময়

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০৬:৪৫ পিএম, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০ | ৪৭৯

ফকিরহাটের পিলজংগ ইউনিয়নে বসবাসরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের নিয়ে সদ্য গঠিত সংগঠন ক্যারিয়ার কো-অপারেটিভ কাউন্সিল এর উদ্যোগে মিলন মেলা ও অভিজ্ঞতা বিনিময় সভা শনিবার বিকাল ৪টায় পিলজংগ গণগ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

পিলজংগ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শিক্ষাবিদ সেখ আব্দুল মান্নান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকলীগের আহবায়ক ও পিলজংগ ইউপি চেয়ারম্যান খান শামীম জামান পলাশ।

বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট পল্লী বিদ্যৃৎ সমিতির সাবেক সভাপতি ও শিক্ষানুরাগী অসিত মুখ্যার্জী মন্টু। ব্যাংক কর্মকর্তা কল্যান আশিষ দত্ত এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তৃতা করেন, খুমেক ইন্টার্নী চিকিৎসক ডাঃ দীপ্ত কুমার দে, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুপা রানী ঘোষ, বাঁধন মুখ্যার্জী, বিশ^জিৎ দাশ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সজিব কুমার পাল, নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জয়নাল আবেদীন ও বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গোপাল দাশ সহ বিভিন্ন শিক্ষার্থী প্রমুখ।

এসময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত