শুভ সংঘ সংগঠনের ব্যানের

 রোহিঙ্গা নির্যাতন বন্ধে বাগেরহাটে মানববন্ধন

স্টাফ রিপোর্টার

আপডেট : ০১:০৬ পিএম, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭ | ১০৯৬

 রোহিঙ্গা নির্যাতন বন্ধে বাগেরহাটে মানববন্ধন

মিয়ানমারে রোহিঙ্গা হত্যা, নির্যাতনের প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে। সোমবার সকালে বাগেরহাট প্রেসকাবের সামনে শুভ সংঘ সংগঠনের ব্যানের এই মানববন্ধন পালিত হয়। মানববন্ধনে জেলা মহিলা পরিষদ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ একাত্বতা প্রকাশ করেন।


মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে রোহিঙ্গাদের উপর অত্যাচার-নির্যাতন বন্ধ করতে হবে। পাশাপাশি রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে বিশ্বনেতাদেরসহ জাতিসংঘকে উদ্যোগ নিতে হবে। বর্তমানে কক্সবাজারে আশ্রয়নেয়া রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবাসহ নানা প্রকার তাদের ঝুকিমুক্ত করতে সকলকে প্রয়জোনীয় ব্যবস্থা গ্রহন করতে হবে।
মানববন্ধনে বক্তব্য দেন, শুভ সংঘ সংগঠনের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জাদু, নুরুল ইসলাম মোহন, জ্ঞানরঞ্জন চক্রবর্তী, অধ্যক্ষ অজয় চক্রবর্তী, এ্যাড. পারভীন আহমেদ, শেখ নজরুল ইমলাম, মলয় কিশোর, ফারুক হোসেন হালদার প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত