কচুয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

কচুয়া প্রতিনিধি

আপডেট : ১০:৪৩ পিএম, মঙ্গলবার, ৩ আগস্ট ২০২১ | ৬৪৫

কচুয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচির আওতায় দিন ব্যাপি ঝোপ ঝার গছপালা সহ মশা জন্মগ্রহন করতে পারে এমন সব স্থাপনা পরিস্কার করা হয়েছে।


মঙ্গলবার কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নের চেয়ারম্যান নকীব ফয়সাল অহিদের নেতৃত্বে পরিষদের সকল সদস্য, গ্রাম পুলিশ ও ১৫জন দিন মজুর নিয়ে ইউনিয়নের মসনী, বাধাল, সাংদিয়া পিংগুড়িয়া, বিলকুল, কাঁঠালতলা, রঘুদত্তকাঠী, আলোকদিয়া, পানবাড়িয়া সহ বিভিন্ন এলাকার রাস্তাঘাট ও সরকারী পুকুর, শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশের ঝোপ-ঝাড় গাছপালা সহ মশা জন্মগ্রহন করতে পারে এমন সব স্থাপনা পরিস্কার করেন।


এতে অংশ গ্রহন করেন, বাধাল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব কোতোয়াল ইলিয়াস আহম্মেদ, স্থানীয় গন্যমান্য ব্যক্তি সহ ইউপি সদস্য আঃবারেক পাইক, সেলিম শিকদার, কামাল শেখ, রুহুল সরদার, মাঈনুল ইসলাম, জলিল শেখ, উত্তম দাস, নিলয় দাস আবেদ আলী, ফরিদা বেগম, ফিরোজা বেগম, শিপ্রা রানী দাস প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত