সংসদ সদস্যর নির্দেশনা উপেক্ষিত

চিতলমারীতে দুই চেয়ারম্যানের বিরুদ্ধে পাউবোর বাঁধে আশ্রিত নারীর জায়গা দখলের অভিযোগ

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৯:০৮ পিএম, রোববার, ১৪ আগস্ট ২০২২ | ৩৯০

বাগেরহাটের চিতলমারীতে ইউনিয়ন পরিষদের দুই চেয়ারম্যান পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাধে আশ্রিত এক বিধবা নারীর বসতঘর বিনষ্ট করে জায়গা দখল করেছেন। তাঁরা আশ্রিত ওই পরিবারের তিনটি বসতঘরের ছাউনি কেটে পানি উন্নয়ন বোর্ডের জায়গা জবর দখল করে বহুতল ইমারত গড়ে তুলছেন। বর্তমানে ওই পরিবারের বসতঘর গুলোর বাকী অংশও ভেঙ্গে উচ্ছেদ করার হুমকি দেয়া হচ্ছে। এসব অভিযোগ তুলে ওই বিধবা নারী সুবিচারের আশায় চিতলমারী সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন শেখ ও একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ দাউদুল ইসলাম লিন্টু খানের বিরুদ্ধে বাগেরহাট জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম বিষয়টির ব্যবস্থা গ্রহণের জন্য চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে প্রেরণ করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছা বিষয়টি সরেজমিন তদন্তের জন্য চিতলমারী সদর ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

ষাটোর্ধ বয়সী ভুক্তভোগী বিধবা নারী গোলেজান বিবি রোববার (১৪ আগস্ট) সাংবাদিকদের জানান, চিতলমারী থানার পশ্চিম দিকে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাধে তিনি পরিবারের লোকজন নিয়ে প্রায় ২৫-৩০ বছর ধরে বসবাস করে আসছেন। তাঁর সংসারে মানসিক ভারসাম্যহীন ও স্বামী পরিত্যাক্তা মেয়ে ও ছোট ছোট নাতি-নাতনি রয়েছে। তাঁদের বসতঘরে বিদ্যুত মিটার আছে। তাঁর (গোলেজানের) মতো আরো অনেক অসহায় ভ‚মিহীন পরিবারের আবেদনের প্রেক্ষিতে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন পানি উন্নয়ন বোর্ড বাগেরহাটের নির্বাহী প্রকৌশলীর নিকট এক মানবিক সুপারিশপত্র প্রেরণ করেন। সেই সুপারিশের আলোকে তাঁরা শতাধিক পরিবার এতদিন ধরে পানি উন্নয়ন বোর্ডের ওই জায়গায় বসবাস করে আসছেন। কিন্তু বর্তমানে অসহায় মানুষের পক্ষে স্থানীয় সংসদ সদস্যের সেই সুপারিশের বিষয়টি উপেক্ষা করে চিতলমারী সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন শেখ ও একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ দাউদুল ইসলাম লিন্টু খান পানি উন্নয়ন বোর্ডের জায়গায় ইমারত গড়ে তুলছেন। তাঁরা ইমারত তুলতে তাঁর (গোলেজান বিবির) ঘর বিনষ্ট করেছেন। এখন বসতঘর গুলোর বাকী অংশও ভেঙ্গে উচ্ছেদ করার হুমকি দেয়া হচ্ছে।

এ ব্যাপারে চিতলমারী সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন শেখ ও একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ দাউদুল ইসলাম লিন্টু খান ঘরবাড়ি বিনষ্ট ও জায়গা দখলের কথা অস্বীকার করে বাগেরহাট টুয়েন্টিফোরকে বলেন, ‘আমরা পানি উন্নয়ন বোর্ডের জায়গা নয়, আমাদের রেকর্ডিয় সম্পত্তিতে ইমারত নির্মান করছি।’

চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েদা ফয়জুন্নেছা বাগেরহাট টুয়েন্টিফোরকে বলেন, ‘গোলেজান বিবি, চিতলমারী সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন শেখ ও একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ দাউদুল ইসলাম লিন্টু খানসহ সকলেই পানি উন্নয়ন বোর্ডের জায়গায় আছে। তাঁরা পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে ইমারত নির্মান করছেন। আমরা বিষয়টির ব্যবস্থা নিতে বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাকে জানিয়েছি। এছাড়া অধিকতর সরেজমিন তদন্তের জন্য চিতলমারী সদর ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা নেয়ামত আলী শেখকে নির্দেশ দিয়েছি।’

এ ব্যপারে চিতলমারী সদর ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা নেয়ামত আলী শেখ বাগেরহাট টুয়েন্টিফোরকে জানান, সরেজমিন তদন্তে দেখা গেছে বর্তমান এবং সাবেক দুই চেয়ারম্যানই পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে বহুতল ইমারত নির্মান করছেন। এ ঘটনায় দুই/একদিনের মধ্যে লিখিত প্রতিবেদন দাখিল করা হবে।

তবে বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাসুম বিল্লাহ বাগেরহাট টুয়েন্টিফোরকে বলেন, ‘চিতলমারীর ইউএনও দখলের বিষয়ে আমাকে বলেছেন। আমি আমাদের সার্ভেয়ার পাঠাবো। যদি আমাদের জায়গা হয়, তাহলে দখলমুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত