ফকিরহাটে বার্ষিক সাঁতার প্রশিক্ষণ ও প্রতিযোগিতা

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০৮:২২ পিএম, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ | ২৮৫

ফাইল ফটো

বাগেরহাট জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় সাঁতার প্রশিক্ষণ ও সাঁতার প্রতিযোগিতা বৃহস্পতিবার (২৩মার্চ) সকাল ১০টায় আট্টাকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পুকুরে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহন করে।


এসময় উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া অফিসার মো. মিজানুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপু, আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা আনোয়ারা বেগম আট্টাকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রহলাদ চন্দ্র দেবনাথ, স্থানীয় ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম, মো. ইবারাত হোসেন, আ. গফুর, লিপন বিশ্বাস প্রমূখ।


প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এছাড়া এদিন ১৫দিন ব্যাপি সাঁতার প্রশিক্ষণ শুরু হয়েছে। এই প্রশিক্ষণে ৩৫জন শিক্ষার্থী সাঁতার প্রশিক্ষণ নিচ্ছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত