রামপালে বিএনপির আরও ৭ নেতার উচ্চ আদালতে জামিন

রামপাল প্রতিনিধি

আপডেট : ১১:৪০ পিএম, শনিবার, ৫ আগস্ট ২০২৩ | ৪২০

রামপাল থানা পুলিশের করা নাশকতার মামলায় উচ্চ আদালত থেকে আরও ৭ নেতা জামিন লাভ করেছন। বৃহস্পতিবার বেলা ১২ টায় হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তাদের ৬ সপ্তাহের জন্য আগাম জামিন প্রদান করেন। হাইকোর্টের বিচারপতি মুস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলাম শুনানী শেষে তাদের জামিন মন্জুর করেন।
জামিনপ্রাপ্ত নেতৃবৃন্দরা হলেন, আলী আকবর সম্রাট, মো. রবিউল ইসলাম, সৈয়দ কুদরত, সৈয়দ মওদুদ আহমেদ, আনিসুর রহমান, মন্জুরুল ইসলাম ফারাজী ও বাদল ফারাজী। নেতৃবৃন্দের আগাম জামিন লাভের বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী এ্যাডভোকেট মো. বোরহান খান। উল্লেখ্য, গত ২৭ জুলাই ফয়লা ফাড়ির এসআই খন্দকার আ. মবিন বাদী হয়ে নাশকতা সৃষ্টির অভিযোগে রামপাল থানায় একটি মামলা করেন। মামলায় ৩০ জনের নাম উল্লেখসহ ১৫/২০ জনকে অজ্ঞাত আসামী করা হয়। পু্লিশ ওই রাতে বিএনপির ৪ নেতাকে আটক করে আদালতে পাঠালে বিজ্ঞ আদালত তাদের জেলহাজতে পাঠান। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তির দাবী জানান, বিএনপির নেতৃবৃন্দ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত