কচুয়ায় দূর্গাপূজা উপলক্ষে ওসির মতবিনিময় সভা 

কচুয়া প্রতিনিধি

আপডেট : ০৭:৫৭ পিএম, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ২৯৫

সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয়া দূর্গাপূজা উপলক্ষে কচুয়া থানা পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহসীন হোসেন এতে সভাপতিত্ব করেন।


শনিবার সকাল ১১ টায় কচুয়া থানা চত্তরে মতবিনিময় সভায় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহসীন হোসেন বলেন, উপজেলার প্রতিটি মন্দিরে আগত পূজারী ও ভক্তদের আসা-যাওয়া এবং শান্তিপুর্ণ ভাবে পূজা অনুষ্ঠান সম্পন্ন করার জন্য আমাদের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি থাকবে। সেই সাথে আনসার, গ্রাম পুলিশ, মোবাইল টিম ও স্বেচ্ছাসেবক থাকবে।

পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, আপনারা সচেতন থাকবেন, অপরিচিত বা কোন ব্যক্তিকে সন্দেহ হলে আমাদের জানাবেন। আমরা তাৎক্ষনিক ব্যাবস্থা নিবো।


অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, ওসি তদন্ত প্রভাশ কুমার মল্লিক, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি এ্যাড. দিলিপ কুমার মল্লিক, সাধারন সম্পাদক পুলিন বিহারী সাহা, বীরমুক্তিযোদ্ধা নিমাই চন্দ্র দাস।


এসময় উপজেলার সকল দূর্গা পূজা মন্দিরের সভাপতি ও সাধারন সম্পাদক, সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এবছর উপজেলার ৭টি ইউনিয়নে ৪৪ টি মন্দিরে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। কচুয়া সদর ইউনিয়নে ৫টি, গোপালপুরে ২টি, মঘিয়ায় ৯টি, বাধালে ৬টি, রাড়ীপাড়ায় ১৩টি, গজালিয়ায় ৭টি ও ধোপাখালীর ২টি মন্ডপে পুজা উদ্যাপনের ব্যাপক প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত