কচুয়ায় নারী শিক্ষায় এগিয়ে গোয়ালমাঠ  মাধ্যমিক বালিকা  বিদ্যালয় 

সৈয়দা এরিনা নিয়াজ নিম্মি

আপডেট : ০২:৩৪ পিএম, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩ | ৩২৬

বাগেরহাটের কচুয়া উপজেলায় নারী শিক্ষায় এগিয়ে আছে গোয়ালমাঠ মাধ্যমিক বালিকা বিদ্যালয়। বাগেরহাট- পিরোজপুর মহাসড়কের পাশ ঘেষে উপজেলার গোয়ালমাঠ এলাকায় ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে নারী শিক্ষা ও সহশিক্ষায় উল্লেখযোগ্য অবদান রেখেছে। তারই অংশ হিসাবে গত ২০২২ সালে স্কাউটে অসামান্য অবদান রাখায় মহামান্য রাস্ট্রপতি পদক আর্জন করেছে। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এ খুলনা বিভাগে প্রথম স্থান অধিকার করেছে ওই বিদ্যালয়ের ছাত্রী ফাহমিদা নাজনীন নাবিলা। এছাড়া জেলা, উপজেলা ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন অংগনে পুরস্কার অর্জন করেছে ওই শিক্ষা প্রতিষ্ঠানটি।

এস এস সি পরীক্ষায় ফলাফলের দিক থেকেও এগিয়ে গোয়ালমাঠ মাধ্যমিক বালিকা বিদ্যালয়। গত তিন বছরের ফলাফলে দেখা যায়, ২০২১ সালে ৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৮৫জন, জিপিএ-৫ পেয়েছে ৫জন। ২০২২ সালে ১০৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১০৩ জন, জিপিএ-৫ পেয়েছে ১৪জন। ২০২৩ সালে ৮০ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৭২জন, জিপিএ-৫ পেয়েছে ৭জন। আগামী ২০২৪ সালে ৮৩জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহনের জন্য প্রস্তুতি নিয়েছেন।

বিদ্যালয়টিতে বর্তমানে ১৫জন শিক্ষক রয়েছেন। সম্প্রতি গণিত ও বিজ্ঞান বিষয়ে পারদর্শী সহকারী প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র কর নিয়োগ পেলেও ৪টি বিষয়ে এখনও পদ শুন্য রয়েছে।

গোয়ালমাঠ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবুল হাশেম (এমএ,বিএড) বলেন, বিদ্যালয়ের সকল শিক্ষক,কর্মচারী ও ম্যানেজিং কমিটির সদস্যদের তদারকি ও নিরলস পরিশ্রমের কারণে আমরা প্রতিটি বছর নিজেদের ছাড়িয়ে যাচ্ছি। এধারা অব্যাহত রাখতে তিনি সকলের সহযোগীতা কামনা করেন।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা শিকদার হাবিবুর রহমান বলেন, বিদ্যালয়ের সাথে সম্পৃক্ত সকলের সহযোগীতায় বিদ্যালয়টি প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে। নানা ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা এ শিক্ষা প্রতিষ্ঠানটি এগিয়ে নিয়ে যাবো। তিনিও সকলের সহযোগীতা কামনা করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত