মোল্লাহাটে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফাইনাল খেলা

মোল্লাহাট প্রতিনিধি

আপডেট : ০৫:৫৯ পিএম, মঙ্গলবার, ১০ জুলাই ২০১৮ | ৫০৫

মোল্লাহাটে উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের আয়োজনে একই দিনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল সোমবার বিকেলে ওয়াজেদ মেমোরিয়াল বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

বিকাল সাড়ে ৩টায় প্রথমে বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলায় অংশ নেয় উপজেলার বিজয়ী দুই দল সোনাপুরা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও দের বোয়ালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। এতে নির্দিষ্ট সময়ে কোন দল গোল করতে না পারায় ট্রাইব্রেকারে ৩-১ গোলে সোনাপুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়’কে হারিয়ে দের বোয়ালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়।


এরপর সাড়ে ৫টায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল’র ফাইনাল অনুষ্ঠিত হয় উপজেলার শ্রেষ্ঠ দুই দল ভান্ডারখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও নতুন ঘোষগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের। এতে ২-০ গোলে ভান্ডারখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে নতুন ঘোষগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়।


উপজেলা শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেনের সার্বিক তত্বাবধানে উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মামুন আল ফারুক, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি কালিপদ বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুব আলম ও থানা অফিসার ইনচার্জ আবু সাঈদ মোঃ খায়রুল আনাম।


এছাড়া উপস্থিত প্রেসকাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সাংবাদিক শেখ শাহিনুর ইসলাম শাহিন, প্রধান শিক্ষক বিপুল কান্তি বিশ্বাস বিপ্লব প্রমূখ।
খেলা পরিচালনা করেন তুষার খান ও প্রসিত মন্ডল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত