মোরেলগঞ্জের নিশানবাড়িয়া ইউনিয়নে

দীর্ঘদিন ধরে একটি পুলের বেহাল দশা

মোরেলগঞ্জ সংবাদদাতা

আপডেট : ১২:২৬ পিএম, রোববার, ১৭ সেপ্টেম্বর ২০১৭ | ১৩৬২

পুলের বেহাল দশা

মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নে একটি পুল দীর্ঘদিন যাবৎ জরাজীর্ণ হয়ে বেহাল অবস্থায় পড়ে আছে। যার কারনে চলাচলে জনসাধারনের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।


ওই ইউনিয়নের জহুর আলী বাজার সংলগ্ন খালের এ জনগুরুত্বপূর্ণ পুলটি কয়েকবছর ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। পুলটি অবকাঠামোগত অবস্থা খুবই নাজুক। পুলের তক্তা নেই বলইে চলে। খাম্বা সহ অন্যান্য লৌহ সামগ্রী খুলে খুলে পড়ছে। চুরি হয়ে গেছে অনেক মালামাল।

পুলটি দিয়ে প্রতিদিন শত শত লোক যাতায়াত করে। এর মধ্যে রয়েছে স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রী। রয়েছে বৃদ্ধ পুরুষ,নারী ও শিশু। স্থানীয় লোকজন পুলটির একপাশে কোনমতে তক্তা লাগিয়ে চলাচলের ব্যবস্থা সচল রাখতে চেষ্টা করছে। ঝুঁকি নিয়ে এলাকার লোকজনকে প্রতিদিন চলাচল করতে হয়। স্কুলগামী শিশুদের কোলে নিয়ে পারাপার করাতে হয়।

নিশানবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু বলেন, পুলটি আমি পরিদর্শন করেছি এবং ইউনিয়ন পরিষদের উদ্দ্যোগে সংষ্কারের আশ্বাস ও দেন তিনি। জনস্বার্থে ওই জনগুরুত্বপূর্ণ পুলটি সরকারি পৃষ্ঠপোষকতায় সংস্কার নয় নতুনভাবে নির্মান করা জরুরী বলে দাবী করেন এলাকাবাসি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত