ফকিরহাটের বেতাগায় রথযাত্রার উদ্ভোধন

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০৬:০৯ পিএম, শনিবার, ১৪ জুলাই ২০১৮ | ৯৮৭

ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন সর্বজনীন গোবিন্দ মন্দির কমিটির উদ্যোগে ৯দিন ব্যাপী শ্রী শ্রী ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠানের উদ্ভোধন শনিবার সকাল ১০টায় পূর্ব বেতাগা বড় গাছতলা মন্দিরে স্বগীয় তপন দাশ স্মৃতি মঞ্চে অনুষ্ঠিত হয়েছে।

আয়োজন কমিটির সভাপতি অশোক কুমার রায় এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার পংকজ কুমার রায়, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ শাহানাজ পারভীন ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ।

শিক্ষাবিদ দাশ শিশির কুমার এর সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আঃলীগের সাধারন সম্পাদক শিরিনা আক্তার, খুলনা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুনীল কুমার চক্রবর্তী। এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিভাগের অধ্যাপক ড, রামেশ্বর দেবনাথ, শিক্ষবিদ শ্রী অনিমেষ কুমার নন্দী ও জ্যোতিনময় চক্রবর্তী।

এসময় উপস্থিত ছিলেন, মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আবু জাহিদ শেখ, উপজেলা আ.লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ হীটলার গোলদার, দপ্তর সম্পাদক প্রভাষক মনোতোষ রায় কেষ্ট, উপজেলা কৃষকলীগের আহবায়ক খান শামীম জামান পলাশ, ইউনিয়ন আ.লীগের সভাপতি দুলাল চন্দ্র দাশ, সাধারন সম্পাদক মোঃ ইউনুস আলী শেখ, আ.লীগ নেতা আনন্দ কুমার দাশ, স্বেচ্চাসেবকলীগ নেতা অলিক কুমার দাশ ও আলমগীর হোসেন সহ বিভিন্ন নেতৃবৃন্দ। পরে শ্রী শ্রী ভগবান জগন্নাথ দেবের রথযাত্রার রথি টেনে এর উদ্ভোধন করা হয়।

উল্লেখ্য ১৫জুলাই সন্ধ্যা ৭টায় শ্রী সৌভাগ্য দাশ ও শ্রী শেখর রঞ্জন দেবনাথ শ্রী শ্রীমদ্ভাগবত আলোচনা করবেন। ১৬জুলাই শ্রীমতি সুচিত্রা রানী কুন্ডু শ্রী শ্রীমদ্ভাগবত আলোচনা এবং ১৬জুলাই হতে ২২জুলাই পর্যন্ত মদন মোহন ঘেরা ভারতের বৃন্দাবন ভজন কুটিরের ভগবতাচার্য ত্রিদন্ডী স্বামী ভক্তি সমাশ্রয় দায়ানন্দ বনমহারাজ ভগবত বক্তা হিসাবে আলোচনা করবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত