মংলায় বিএনপি নেতা আটক

মংলা প্রতিনিধি

আপডেট : ১১:২৮ পিএম, মঙ্গলবার, ২১ আগস্ট ২০১৮ | ৮৮২

মংলায় নাশকতা মামলার অভিযোগে বিএনপির এক নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় দ্বিগরাজ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকের পর পরই আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠিয়েছে বলে জানায় পুলিশ।


পুলিশ জানায়, গত ৩১ জুলাই মংলা থানায় একটি নাশকতা মামলা দায়ের হয়। এ মামলায় মংলা উপজেলার বেশ কয়েকজন এজাহারভুক্ত আসামী রয়েছে। ইতোমধ্যে এ মামলার সুত্রধরে বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মিকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে মামলার পলাতক আসামী দ্বিগরাজ এলাকার মোঃ গনি হাওলাদারের ছেলে আব্দুর রহিম হাওলাদার (৩৫)কে আটক করা হয়েছে। এদিন দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানায় মংলা থানা পুলিশের উপ-পরিদর্শক বিশ্বজিৎ ব্যানার্জি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত