চিতলমারীতে ভেজাল বিরোধী অভিযান

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ০৯:৪২ পিএম, বৃহস্পতিবার, ২২ নভেম্বর ২০১৮ | ৭২১

বাগেরহাটের চিতলমারী উপজেলায় ভেজাল বিরোধী অভিযানে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার তাদের একটি দল চার ব্যাবসায়ী প্রতিষ্ঠান হতে শাস্তিস্বরূপ জরিমানা আদায় করে। এ সময় মৎস্য ব্যবসায়ীদের আগামী সাত দিনের মধ্যে লাইসেন্স গ্রহণের নির্দেশ দিয়েছেন।


বানিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দল্লাহ আল ইমরান বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, বৃহস্পতিবার চিতলমারী বাজারের ২০টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। তার মধ্যে তীর্থ মিষ্টান্ন ভান্ডারে চার হাজার টাকা, উত্তম সুইটস পনেরশ’ টাকা, বিথি ট্রেডার্সে আড়াই হাজার টাকা এবং অসীম ফার্মেসীতে এক হাজার টাকা জরিমানা ধরা হয়।

এ সময় চিতলমারীর মৎস্য ব্যবসায়ীদের আগামী সাত দিনের মধ্যে কৃষি বিপনন আইন-২০১৮ অনুযায়ী লাইসেন্স গ্রহণের নির্দেশ দেয়া হয়। বাগেরহাট জেলা বাজার কর্মকর্তা মোঃ সুজাত হোসেন খানসহ পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত