নির্ঘুম রাত পার করে বাড়িতে ফিরেছেন আশ্রিতরা

এম, এ সবুর রানা, রামপাল

আপডেট : ০৬:১০ পিএম, শনিবার, ৪ মে ২০১৯ | ৪৯৫

নির্ঘুম রাত পার করে শনিবার দুপুরের দিকে আশ্রয় কেন্দ্র ত্যাগ করেছেন রামপালের মানুষজন।

রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন সাংবাদিকদের জানান, ঘূর্ণিঝড় ফণীর তান্ডব থেকে রক্ষা পেতে উপজেলার ১০টি ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠান, আশ্রয়কেন্দ্র গুলিতে শুক্রবার বিকাল থেকে লোকজনকে নিরাপদ স্থানে অবস্থান নেওয়ার জন্য প্রচার প্রচারণা চালানো হয়। বিশেষ করে নারী, শিশু, বৃদ্ধ ও অসুস্থ্য ব্যক্তিদের দিনের বেলা আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। জান মালের ক্ষতি কমিয়ে আনার জন্য উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যপক প্রস্ততি গ্রহণ করা হয়েছিল। আশৃত মানুষদের শুকনো খাবার ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

সরকারি বেসরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করে স্ব-স্ব কর্মস্থলে ন্যাস্ত করা হয়েছিল। সেচ্ছাসেবক টিম ও সরকারি বেসরকারি পর্যায়ের উদ্ধারকারী দল প্রস্তুত রাখা হয়েছিল এবং নিরাপত্তা জোরদার করা হয়েছিল। সার্বিকভাবে দূর্যোগ মোকাবেলায় প্রস্ততি সন্তোষজনক ছিল।

তিনি আরও জানান, খুলনা সিটি মেয়র তালুকদার আঃ খালেক এবং দূর্যোগ ত্রান ও জলবায়ু উপমন্ত্রী হাবিবুন নাহার সরাসরি দূর্যোগ প্রস্তুতি মোকাবেলার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন ও সার্বক্ষনিক মনিটরিং করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত