মোংলায় বাল্য বিবাহের অভিযোগে এক যুবকের কারাদন্ড

মোংলা প্রতিনিধি

আপডেট : ০৪:১৯ পিএম, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০ | ৪১৫

মোংলায় বাল্য বিবাহ নিরোধ আইনে এক যুবককে এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (১৩ জানুয়ারী) রাত সাড়ে ১০টায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ কারাদন্ডাদেশ দেন উপজলো নির্বাহী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাহাত মান্নান।

দন্ডপ্রাপ্ত যুবক হলো-উপজেলার সুন্দরবন ইউনিয়নের কচুবুনিয়া গ্রামের শাহজাহান মল্লিকের ছেলে রিয়াজ মল্লিক (১৯)। ছয় দিন আগে ওই যুবক একই গ্রামের জনৈক ব্যক্তির অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে ফুসলিয়ে ভাগিয়ে নিয়ে পালিয়ে যায়। মেয়েটিকে নিয়ে ওই ছেলেটি ছয় দিন বিভিন্ন জায়গা পালিয়ে থাকার পর পরিবারের মাধ্যমে তাদের অবস্থান সনাক্ত হওয়ার পর সোমবার রাতে পৌর শহরের এম রহমান সড়কের একটি বাড়ী থেকে ওই যুবককে আটক করে বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭’র ৭ এর ২ ধারায় এক মাসের সাজা দেয় ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালতের এ সাজায় স্থানীয়রা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রাহাত মান্নানকে সাধুবাদ জানিয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত