মোরেলগঞ্জে মৎস্যজীবীদের চাল আটকের ঘটনায় মারপিট, আহত ৬

মোরেলগঞ্জ প্রতিনিধি

আপডেট : ০৮:৪০ পিএম, মঙ্গলবার, ১৬ জুন ২০২০ | ১৮২৮

মোরেলগঞ্জে কথিত পাঁচারে সময় আটক করা মৎস্যজীবীদের ১৬ বস্তা চাল আটকের ঘটনায় মারপিটে ৫ জন আহত হয়েছেন। রক্তাক্ত জখমী কলেজছাত্র শফিক খানকে(১৮) রাত ৮টার দিকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত হানিফ খান(৫৫), মোশারেফ খান(৪৫), রবিউল খান(২৩) রেজা হাওলাদার(২৩) ও সালমান খলিফাকে(১৭) স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেল ৬ টার দিকে পঞ্চকরণ গ্রামে এ ঘটনা ঘটে।



এ বিষয়ে ঘটনাস্থল পরিদর্শনকারি ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) রঞ্জণ চন্দ্র দে বলেন, একটি ট্রলারে ১৬ বস্তা চাল আটকের খবর পেয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাই। সেখানে চাল পাঁচার বা চুরির প্রমান পাওয়া যায়নি। পরে সেখানে দুপক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে বলে শুনেছি।



এ বিষয়ে থানার ওসি (তদন্ত) ঠাকুর দাশ মন্ডল বলেন, মৎস্যজীবীদের চাল নিয়ে মারপিটের ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত