দূর্যোগ প্রশমন দিবসে বাগেরহাটে র‌্যালী ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৫:৪৬ পিএম, বুধবার, ১৩ অক্টোবর ২০২১ | ৩৫৭

আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে বাগেরহাটে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিনটি উপলক্ষে বুধবার (১৩ অক্টোবর) সকালে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবারও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় বক্তব্য দেন, বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক বুলবুল কবির, বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক গোলাম সরোয়ার, বাগেরহাট রেডক্রিসেন্টের যুব প্রধান শরিফুল ইসলাম জুয়েল প্রমুখ।


বক্তারা বলেন, প্রাকৃতিক দূর্যোগ কমাতে মানুষের সচেতনতা বৃদ্ধি করতে হবে। পরিবেশ দূষন হয় এমন কাজ থেকে বিরত থাকতে হবে। কার্বন নিঃসরণ কমাতে বেশি করে গাছ রোপনের জন্য সকলকে অনুরোধ করেন বক্তারা।


র‌্যালী ও আলোচনা সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহন করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত