জলবায়ু সহনশীল মৎস্য চাষ ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষন

স্টাফ রিপোর্টার

আপডেট : ১১:৩৬ পিএম, রোববার, ২১ আগস্ট ২০২২ | ৩৪৮

বাগেরহাটে জলবায়ু সহনশীল মৎস্য চাষ ও মৎস্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষন শুরু হয়েছে। রবিবার (২১ আগস্ট) দুপুরে বাগেরহাট সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কমিউনিটি বেইজড রেজিলিয়েন্ট ফিসারিজ এ্যান্ড অ্যাকোয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ নামক প্রকল্পের আয়োজনে দুইদিন ব্যাপি এই প্রশিক্ষন শুরু হয়।


সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে প্রশিক্ষন কর্মশালায় বক্তব্য দেন, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এএসএম রাসেল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনছারি, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা প্রমুখ।

কর্মশালায় পরিবর্তিত জলবায়ুতে চাষযোগ্য চিংড়ি, কার্প জাতীয় ও দেশী মাছ চাষের কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালায় বাগেরহাটে কমর্রত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশগ্রহন করেন। দুইদিন ব্যাপি এই প্রশিক্ষন সোমবার বিকেলে শেষ হওয়ার কথা রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত