ভ্রাম্যমান আদালতের অভিযান 

পঞ্চাশ হাজার টাকা জরিমানা

কচুয়া প্রতিনিধি 

আপডেট : ১২:১৬ এএম, বুধবার, ১২ জুলাই ২০২৩ | ৬০৬

প্রতিকী ছবি

কচুয়ায় অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে এক ড্রেজার মালিককে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলার সাংদিয়া এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত একই এলাকার আক্কাছ খানের ছেলে মো.রাব্বি খান(২০)কে আটক করে। পরে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এ ৫(১) ধারা লংঘনের দায়ে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো.জাকির হোসেন। এসময়ে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী হাকিম মো.জাকির হোসেন বলেন,অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে মো.রাব্বি খান নামের এক ড্রেজার মালিককে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়েছে। সরকারী নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত