সুন্দরবন থেকে ০২ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

কামরুজ্জামান জসিম

আপডেট : ০৩:১১ পিএম, মঙ্গলবার, ২৯ মে ২০১৮ | ৭৭৭

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মৃগামারি খাল এলাকায় অভিযান চালিয়ে ০২ টি দেশীয় একনালা বন্দুক উদ্ধার করেছে কোস্ট গার্ড। এসময় দস্যুরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি কোস্ট গার্ড।


কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলার গোয়েন্দা কর্মকর্তা লেঃ আবদুলাহ আল মাহমুদ বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর আনুমানিক ০৫ টায় কোস্ট গার্ড পশ্চিম জোনের আওতাধীন সিজি বেইস মোংলার সদস্যরা পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মৃগামারি খাল এলাকায় অভিযান পরিচালনা করে। কোস্ট গার্ড এর উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা সুন্দরবনের গহীনে পালিয়ে যায়। পরে কোস্ট গার্ড সদস্যরা তল্লাশী চালিয়ে উক্ত স্থান হতে ০২ টি দেশীয় একনালা বন্দুক উদ্ধার করে।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র মোংলা থানায় হস্তান্তর করেছে কোস্ট গার্ড। কোস্ট গার্ড কর্মকর্তা লেঃ আবদুলাহ আল মাহমুদ আরো বলেন, কোস্ট গার্ড পশ্চিম জোনের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রন ও জননিরাপত্তার পাশাপাশি সুন্দরবনে জলদস্যুতা, বনদস্যুতা ও ডাকাতি দমনে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত