পুরোহিতদের মাঝে প্রশিক্ষণের সনদপত্র বিতরন

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৩:২৯ পিএম, শনিবার, ৩০ জুন ২০১৮ | ৬২৯

বাগেরহাটে “ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ” শীর্ষক প্রকল্পের আওতায় কৃষি ও বনায়ন বিষয়ে তিনদিন ব্যাপি প্রশিক্ষণ শেষে পুরোহিতদের মাঝে সনদপত্র বিতরন করা হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রনালয় এর এসআরএসসিপিএস কার্যক্রমের আয়োজনে ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর বাস্তবায়নে শনিবার বিকালে বাগেরহাট কৃষি সম্প্রসারন অধিদপ্তর মিলনায়তনে জেলার ২৫ জন পুরোহিতের হাতে এ সনদপত্র তুলে দেয়া হয়।

সেবাইত ও পুরোহিতদের দক্ষতাবৃদ্ধিকরন কার্যক্রমের আঞ্চলিক প্রশিক্ষন কর্মকর্তা কানাই লাল কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আলতাফ হোসেন। এসময় বিশেষ অতিথি হিসাবে পুরোহিতদের মাঝে সনদপত্র বিতরন করেন, বাগেরহাট ক্যাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক বাবুল সরদার ও বাগেরহাট সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক স্বপন বিশ^াস।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত