বাগেরহাটে বঙ্গবন্ধুর মুড়াল স্থাপনের সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৬:১০ পিএম, বুধবার, ১০ অক্টোবর ২০১৮ | ৯৩৯

বাগেরহাটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুড়াল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। এ উপলক্ষে বুধবার সকালে বাগেরহাট সার্কিট হাউসে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।


জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য দেন পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শাহিন হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোঃ মোজাফফর আহমেদ, বাগেরহাট প্রেসকাবের যুগ্ন সাধারণ সম্পাদক শেখ আজমল হোসেন, এ্যাড. মিলন ব্যানার্জি প্রমুখ।


প্রস্তুতি সভায় বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি মুড়াল স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। এ মাসের মধ্যেই এ মুড়ালের ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে। এ লক্ষে মুড়াল স্থাপন কমিটি, ডিজাইন কমিটি ও নির্মান কমিটি গঠন করা হয়েছে। এ বছরের নভেম্বর মাসেই এ মুড়াল উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস। মুড়াল দ্রুত বাস্তবায়নের ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত