শিবসা ফরেস্ট অফিস এলাকা থেকে

পূর্ব সুন্দরবনে ৪ টি হরিণের চামড়া উদ্ধার

মোংলা সংবাদদাতা

আপডেট : ০৬:০০ পিএম, সোমবার, ৬ নভেম্বর ২০১৭ | ৮৩৯

পূর্ব সুন্দরবনে ৪ টি হরিণের চামড়া উদ্ধার

পূর্ব সুন্দরবনের শিবসা ফরেস্ট অফিস এলাকা থেকে ৪ টি হরিণের চামড়া উদ্ধার করেছে কোস্ট গার্ড। সোমবার বিকেলে এক অভিযান চালিয়ে হরিণের চামড়াগুলি উদ্ধার করা হয়। চোরা শিকারীরা বিক্রির উদ্দেশ্যে এই চামড়াগুলি নিয়ে যাচ্ছিল বলে কোস্ট গার্ড বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানায়।

কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা) এর অপারেশান কর্মকর্তা লেফটেন্যান্ট আবদুল্লাহ আল মাহমুদ বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে কোস্ট গার্ড বাহিনী পশ্চিম জোনের সিজি বেইস মংলা এবং সিজি আউট পোস্ট নলিয়ান পূর্ব সুন্দরবনের শিবসা ফরেস্ট অফিস এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে।

এ সময় ঘটনাস্থল থেকে ০৪টি হরিণের চামড়া উদ্ধার করা হয়। কোস্ট গার্ড টহল দলের উপস্থিতি টের পেয়ে চামড়া পাচারকারী দল চামড়া ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত হরিণের চামড়াগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবসা ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত