রামপালে এমপি খালেক

৬ মাসের মধ্যেই দৃশ্যমান হবে তাপ বিদ্যুৎ কেন্দ্র

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৫:২৫ পিএম, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০১৭ | ৬৯৫

বাগেরহাট - ৩ (রামমাল - মোংলা) আসনের এমপি তালুকদার আব্দুল খালেক বলেছেন, যেখানে সাকো আর কাঁচা রাস্তা ছাড়া কিছুই ছিলনা, সেই মোংলা ও রামপালের সব জায়গায় এখন ব্রিজ, কালভার্ট ও পিচ ঢালা সড়ক । চারপাশে গড়ে উঠেছে শিল্পকলকারখানা। আগামী ৬ মাসের মধ্যে তাপ বিদ্যুৎ কেন্দ্রটি দৃশ্যমান হবে। না গেলে বুঝা যাবে না সেখানে কি কর্মযজ্ঞ চলছে।


মোংলার কলেজ এবং টিএ ফারুক স্কুল এন্ড কলেজকে সরকারীকরণ করেছেন। বৃহস্পতিবার দুপুরে ‘টি,এ ফারুক স্কুল এন্ড কলেজ’ সরকারীকরণ করায় স্থানীয় এমপি তালুকদার আব্দুল খালেককে সংবর্ধনার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

তিনি আরো বলেন, সকল ষড়যন্ত্র উপেক্ষা করে প্রধানমন্ত্রীর দৃঢ়তায় পদ্মা সেতুর কাজ দ্রুত এগিয়ে চলছে। এছাড়া রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র নিয়ে অনেকে অনেক সমালোচনা করেন এটি হতে দেয়া হবে না।

অনুষ্ঠানে সাবেক এমপি তালুকদার হাবিবুন নাহারসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও টিএ ফারুক স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত