চিতলমারীতে রাস্তার ওপর নির্মান সামগ্রী রাখায় জরিমানা

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ০৬:৪২ পিএম, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০ | ৬৪৯

বাগেরহাটের চিতলমারীতে রাস্তার ওপর নির্মান সামগ্রী রেখে রাস্তায় যানজট সৃষ্টি দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ট্রাক ড্রাইভার ও নির্মানাধীন ভবনের মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার খাসেরহাট বাজার এলাকা থেকে এ জরিমানা আদায় করা হয়।

চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মারুফুল আলম বাগেরহাট২৪কে জানান, সোমবার দুপুরে উপজেলার খাসেরহাট বাজার এলাকায় নির্মল মন্ডল নামের এক ব্যক্তি রাস্তার ওপর নির্মান সামগ্রী রেখে ও ট্রাক থামিয়ে দীর্ঘ সময় যানজট সৃষ্টি করেন।

এ ঘটনায় ওই নির্মান সামগ্রীর মালিক নির্মল মন্ডলের কাছ থেকে নগদ ২ হাজার টাকা ও ট্রাক ড্রাইভারের কাছ নগদ ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত