বিনা মূল্যে ৫ শতাধিক

বাগেরহাটে চক্ষু রোগীকে সেবা প্রদান

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৮:২২ পিএম, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০১৭ | ১১০১

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জেলা আই কেয়ার প্রকল্প ভিশন বাংলাদেশের আওতায় বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতালের উদ্যোগে বিনা মূল্যে প্রায় ৫ শতাধিক চক্ষু রোগীকে চিৎকিসা সেবা প্রদান করা হয়েছে। শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত শহরের এসিলাহ মিলনায়তনে সাইটসেভার্স ন্যাশনাল আই কেয়ার ও বাগেরহাট জেলা প্রশাসনের সহযোগীতায় এ সেবা প্রদান করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ কর্মসূচীর উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল হাফিজ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দৃষ্টিদান চক্ষু হাসপাতালের নির্বাহী পরিচালক এম আলকাস হোসাইন, ব্যবস্থাপক রফিকুল ইসলাম, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ত মীর ফজলে সাঈদ ডাবুল, প্রোগ্রাম অফিসার কাজী সাইদুর রহমান সবুজ, ডাঃ মনোয়ারুল ইসলাম, সাইটসের্ভাস প্রকল্প ব্যাস্তবায়ন কর্মকর্তা মোঃ মমিনুল ইসলাম প্রমুখ। এসময় বিনা মূল্যে অপারেশনের জন্য চোখের ছানি পড়া দেড় শতাধিক রোগীকে বাছাই করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত