প্রধানমন্ত্রীর অনুদান পেলেন শরণখোলার ৪৪৬টি মসজিদের খতিব-ইমাম-মুয়াজ্জিন

মহিদুল ইসলাম, শরণখোলা

আপডেট : ০৬:২২ পিএম, মঙ্গলবার, ৯ জুন ২০২০ | ৭৯৯

করোনার ক্রান্তিকালে প্রধানমন্ত্রী ঘোষিত অনুদানের টাকা পেলেন শরণখোলার ৪৪৬টি মসজিদের খতিব-ইমাম-মুয়াজ্জিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিন তাদের হাতে চেক তুলে দেন।

সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা, ধানসাগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল ইসলাম টিপু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রণজিৎ কুমার সরকার, শরণখোলা ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোহাম্মাদ মাসুম বিল্লাহ, এমসি মো. আরাফাত হোসেন, জিসি মো. কবির হেসেন, ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা শিক্ষক সমিতির সভাপতি হাফেজ মহিউদ্দিন ও সাধারাণ সম্পাদক ইমাম হোসেন।

ইউএনও সরদার মোস্তফা শাহিন বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে শরণখোলার ৪৪৬টি মসজিদের অনুকূলে সরকার ২২লাখ ৩০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে। প্রত্যেক মসজিদে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত