৩ শত ইমাম-মোয়াজ্জিন ও আম্পানে ক্ষতিগ্রস্থদের মাঝে

রামপালে আর্থিক সহায়তা ও ঢেউ টিন প্রদান

রামপাল প্রতিনিধি

আপডেট : ০৬:২৬ পিএম, বুধবার, ১০ জুন ২০২০ | ৬২১

রামপালে করোনায় ক্ষতিগ্রস্থ ৩ শত ইমাম-মোয়াজ্জিন ও খতিবদের মাঝে প্রধানমন্ত্রীর ৫ হাজার করে মোট ১৫ লক্ষ টাকা প্রদান করা ও আম্পানে সম্পুর্ণভাবে ঘর বিধ্বস্ত হয়ে ২৬ টি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ৫০ বান্ডিল ঢেউটিন ও দেড় লক্ষ টাকা প্রদান করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আঃ খালেক সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে উপস্থিত ক্ষতিগ্রস্থ ও দুঃস্থদের মাঝে ও সহায়তা প্রদান করেন।

এছাড়া আম্পানে ক্ষতিগ্রস্থ ১টি মসজিদ ও ২টি মন্দিরে আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত