মোরেলগঞ্জে সামাজিক দূরত্ব বজায় রেখে পালিত হচ্ছে জাতীয় শোক দিবস

মোরেলগঞ্জ প্রতিনিধি

আপডেট : ১১:৫২ এএম, শনিবার, ১৫ আগস্ট ২০২০ | ৫৮৬

মোরেলগঞ্জে করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ন্ত্রিত পরিবেশে পালিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী, জাতীয় শোক দিবস ২০২০। দিবসটি উপলক্ষে বেলা সাড়ে ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আনুষ্ঠানিকভাবে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এ ছাড়াও উপজেলা প্রশাসনের তরফ থেকে কালো ব্যাজ ধারন, শিশুদের রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড, শাহ-ই-আলম বাচ্চু, সহকারি কমিশনার(ভূমি) রঞ্জণ চন্দ্র দে, থানার ওসি কেএম আজিজুল ইসলাম ও ফায়ার সার্ভিস কর্মকর্তা পৃথক পৃথকভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন। উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, তাতীলীগ ও মহিলা আওয়ামী লীগ দিবসটি উপলক্ষে পৃথক কর্মসূচী পালন করে। উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, যুবলীগ যুগ্ম আহ্বায়ক অ্যাড.তাজিনুর রহমান পলাশ, আসাদুজ্জামান বিপু, রিয়াজুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা এসব কর্মসূচীতে অংশ গ্রহন করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত