চুলকাটির যুগীডাঙ্গায় পলিমলচ পদ্ধতিতে বেগুন চাষের মাঠ দিবস

চুলকাটি প্রতিনিধি

আপডেট : ১০:২৮ পিএম, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪ | ১৫০

বাগেরহাট সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২৩-২৪অর্থ বছরে ক্লাইমেট স্মাট পদ্ধতীর মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরির্বতন অভিযোজন প্রকল্পের আওতায় পলিমালচ ব্যবহারের মাধ্যমে উচ্চ মুল্যের সবজি চাষ প্রদশনীর (বেগুন) মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ র্মাচ) বিকেল ৪টায় খানপুর ইউনিয়নের চুলকাটি ব্লকের যুগীডাঙ্গা কৃষক মাঠে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

কৃষক নেতা চিন্ময় কুমার দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তন্ময় দত্ত। উপ-সহকারী কৃষি কর্মকর্তা (ডিপ্লমা) কৃষিবিদ দেবব্রত কুমার মন্ডল এর সঞ্চালনায় পলিমালস পদ্ধতিতে বেগুন চাষের উপর আলোচনা করেন, কৃষক চয়ন কুমার নন্দী, বিপ্রজিৎ নন্দী, অর্চনা রানী নন্দী ও প্রনব কুমার দাশ। এসময় ৭০জন কৃষক ও কৃষানীরা উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি বিভিন্ন সবজি ক্ষেত পরিদর্শন করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত