মোল্লাহাটে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

শেখ শাহিনুর ইসলাম শাহিন, মোল্লাহাট

আপডেট : ০৬:৩৬ পিএম, রোববার, ১৭ মার্চ ২০২৪ | ১৫১

মোল্লাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপনে ১৭ মার্চ রবিবার সকাল ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।



উপজেলা নিবার্হী কর্মকর্তা শোভন সরকারের সভাপতিত্বে উক্ত সকল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি (অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব) এম ডি আল আমিন, অধ্যক্ষ এল জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, থানা অফিসার ইনচার্জ এস, এম, আশরাফুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, প্রাণিসম্পদ কর্মকর্তা আশাদুজ্জামান শুভ, পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ আশ্রাফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সিকদার উজির আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহীন, সাংবাদিক আবদুল্লাহ ফারুক, যুবলীগ সাধারণ সম্পাদক মুন্সি তানজিল হোসেন, ছাত্রলীগ সভাপতি রেজওয়ান চৌধুরী, পল্লীবিদ্যুৎ সমিতির এজিএম মোঃ মাহফুজুর রহমান, মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার রামপদ বিশ্বাস, পল্লী দরিদ্র বিমোচন কর্মকর্তা এবিএম মোরশেক প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত