মোল্লাহাটে পুষ্টি সপ্তাহ পালন ও উপজেলা সমন্বয় কমিটির সভা

মোল্লাহাট প্রতিনিধি

আপডেট : ০৬:০৮ পিএম, সোমবার, ২৫ এপ্রিল ২০২২ | ৩৭৫

‘সঠিক পুষ্টিতে সুস্থ জীবন’ এ শ্লোগানের আলোকে মোল্লাহাটে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২২ পালনসহ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বিমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে ও পুষ্টি উন্নয়নে অংশগ্রহণ মূলক সমন্বিত প্রকল্প ’(ক্রেইন) এর সহযোগিতায় সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহীনুল আলম ছানা, উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোছাঃ মাহফুজা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিয়া বেগম, অধ্যক্ষ এল জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিনয় কৃষ্ণ মন্ডল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, সমাজসেবা কর্মকর্তা উসমান হামিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, জেজেএস এর উপজেলা সমন্বয়কারী নব কুমার সাহা, রুপান্তরের মোল্লাহাট প্রতিনিধি আব্দুল করিমসহ কমিটির সকল সদস্যবৃন্দ।



উল্লেখ্য, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এর নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়ন-এর অর্থায়নে ওয়াটার এইড, রূপান্তর ও জেজেএস এর সমন্বয়ে গঠিত কোস্টাল কনসোর্টিয়ামের মাধ্যমে বাগেরহাট জেলার উপকূলীয় চারটি উপজেলায় (মোল্লাহাট, কচুয়া, মংলা ও শরণখোলা) সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর পুষ্টির সার্বিক উন্নয়নে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত