মুজিববর্ষ উপলক্ষে শরণখোলায় ভলিবল প্রতিযোগীতা

মহিদুল ইসলাম, শরণখোলা প্রতিনিধি

আপডেট : ০৮:০৯ পিএম, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০ | ৫১৪

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে বাগেরহাটের শরণখোলায় চারদলীয় ভলিবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এতে রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল একাদশকে দুই সেটে হারিয়ে আমড়াগাছিয়া একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।

ক্রীড়া অধিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় এবং জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বুধবার বিকেলে রায়েন্দা সরকারি পাইল হাই স্কুল মাঠে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। খেলায় খোন্তাকাটা বাজার একাদশ ও রাজৈর কিশোরক্লাব একাদশসহ চারটি দল অংশগ্রহন করে।

খেলা শেষে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। এসময় অতিথিদের মধ্যে রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক মো. সুলতান আহমেদ গাজী, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মিজানুর রহমান, শরণখোলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম সাইফুল ইসলাম খোকন ও প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন উপস্থিত ছিলেন।

খেলা পরিচালনা করেন বাগেরহাটের চুরুলিয়া স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক মুস্তাহিদুল হক মুক্তা ও শরণখোলার অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. মশিউর রহমান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত