জিপিএ-৫ শেষ কথা না

আহাদ উদ্দিন হায়দার

আপডেট : ০৬:২২ পিএম, রোববার, ২৬ নভেম্বর ২০২৩ | ২৬৯

আজ প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে সন্তান অল্পের জন্য জিপিএ-৫ না পাওয়ায় অনেক অভিভাবকের মধ্যে প্রচন্ড হতাশা লক্ষ্য করছি।
প্রতি বছর এই কারনে কতো অভিভাবক যে সন্তানকে বাড়ি থেকে বের করে দিতে চান, রাগারাগি করেন বা গায়ে হাত তোলেন তার হিসেব জানি না। তবে কেউ কেউ দেখছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েও সন্তানের ফলাফলে নিজের হতাশ অনুভুতি শেয়ার করছেন।
এটা কেন করছেন?
বরং সন্তানকে স্বান্তনা আর সাহস দেন। উৎসাহিত করেন। ছুড়ে দেয়া তীর, প্রবাহিত জল আর বলে ফেলা কথা যেমন ফেরানো যায় না, তেমনি হয়ে যাওয়া এই রেজাল্টও তো ফেরানো যাবে না।
তাহলে?
আপনি আপনার সন্তানকে ঘরে বসে দুটো শক্ত কথা বলতে পারেন। তাতে সে হয়তো অনেক কষ্ট পাবে না। তাঁর ঘাটতিটুকু সে হয়তো অনুভব করবে।
কিন্তু এভাবে স্যোশাল মিডিয়াতে পোস্ট দিলে সন্তানের মনের অবস্থা কতোটা খারাপ হতে পারে তা কি ভেবেছেন একবারও? ১৬/১৭ বছরের একজন বাচ্চার জন্য এটা কত বড় চাপ হতে পারে তা বিবেচনা করার মতো বিচক্ষণ আপনি নয় কেন?
কাল যদি আপনার মেধাবী সন্তান গণমাধ্যমে শিরোনাম হয়, তবে আপনার ব্যাক্ত ক্ষোভ আর হতাশা কি পরিমাণ অব্যাক্ত যন্ত্রনায় রূপ নেবে?
প্রিয় অভিভাবক,
আপনার সন্তানের মতো কতো হাজার মেধাবী পরীক্ষার্থী প্রতিবার জিপিএ ৫ মিস করে জানেন?
প্রতি বছর ৪.৯ + পেয়ে থাকে কতো হাজার পরিক্ষার্থী?
জিপিএ ৫ পাওয়া কত হাজার হাজার পরিক্ষার্থী উচ্চশিক্ষার প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ে?
আপনার সন্তানকে জিপিএ-৫ পেতেই হবে, এমন প্রত্যাশা কেন? অমুকের সন্তান পাচ্ছে তাই?
না কি জিপিএ-৫ না পাওয়ায় আপনি পরিচিত জনদের তা বলতে লজ্জা করছে?
কিন্ত একজন মেধাবী শিক্ষার্থীর অভিভাবক হিসেবে কিছু পরিস্থিতি বিবেচনায় না নিলে আপনি নিজের এবং নিজ সন্তানের উপর অবিচারই করতে থাকবেন।
আপনি ভাবুন তো, যে সন্তান নিতান্ত কিছু ভগ্নাংশের জন্য জিপিএ-৫ মিস করছে, সে কি মেধাবী না?
সে কি পড়েনি?
সে নিজেও কি এজন্য ব্যাথিত না?
এটা মনে রাখা দরকার, মেধাবী ও ভালো ফলাফলে আগ্রহী শিক্ষার্থীরা তাদের সর্বোচ্চটাই দিতে চেষ্টা করে।
কিন্তু কাঙ্খিত ফল না পাওয়ার পেছনে এমন অনেক ব্যাখ্যাতীত করণ ঘটে যার সমাধান ঐ শিক্ষার্থীর হাতে থাকে না।
আমরা কেন বিষয়গুলে বিবেচনা করি না।
আহাদ উদ্দিন হায়দার
সভাপতি
সরকারী বালক ও বালিকা উচ্চ বিদ্যালয় অবিভাবক ফোরাম, বাগেরহাট।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত