চিতলমারীর সোহেল খুলনার সর্বোচ্চ তরুণ করদাতা 

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ০৮:৫৭ পিএম, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩ | ৩৫৩

চিতলমারী উপজেলার কৃতি সন্তান মোঃ শহিদুল ইসলাম সোহেল ২০২২-২৩ করবর্ষে “খুলনা সিটি কর্পোরেশনের সর্বোচ্চ আয়কর প্রদানকারী তরুণ করদাতা” মনোনীত হয়েছেন। কর অঞ্চল-খুলনা’র পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। জাতীয় উন্নয়নে অবদানের স্বীকৃতি স্বরূপ আগামী ২৬ ডিসেম্বর সকাল ১১ টায় খুলনা পাবলিক কলেজ অডিটোরিয়ামে মোঃ শহিদুল ইসলাম সোহেলকে সম্মাননা জ্ঞাপন ও সনদ প্রদান করা হবে। কর অঞ্চল-খুলনা’র কর কমিশনার (চ. দা.) মোঃ সিরাজুল করিম স্বাক্ষরিত পত্রে এসব তথ্য জানা গেছে।


মোঃ শহিদুল ইসলাম সোহেল বাগেরহাটের চিতলমারী উপজেলার ঘোলা গ্রামের অবসর প্রাপ্ত পুলিশ সদস্য মোঃ মিজানুর রহমানের ছেলে ও চিতলমারী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক।


সে ঠিকাদার প্রতিষ্ঠান এস আর ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী এবং নোভা এনিমেল হেলথ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। খুলনায় বসবাসকারী তরুণ উদ্যোক্তা মোঃ শহিদুল ইসলাম সোহেল সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছেন।


তাঁর এ সাফল্যে চিতলমারীর রাজনৈতিক, শিক্ষক, সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন মহল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত