চিতলমারীতে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময়

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ০৫:১৮ পিএম, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪ | ২১৭

শেখ কামরুল হাসান

চিতলমারী উপজেলা পরিষদের আগামী নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শেখ কামরুল হাসান সাংবাদিকদের সাথে মতবিনমিয় করছেন। নির্বাচন কমিশন (ইসি) সচিবের চার ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ঘোষণার পর বুধবার (৭ ফেব্রুয়ারী) দুপুর ২ টায় তিনি এ মতবিনিময় সভা করেন। চিতলমারী উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ সময় অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি দেবাশিষ বিশ্বাস, সাবেক সভাপতি এস এস সাগর, সাবেক সাধারণ সম্পাদক মোঃ তাওহিদুর রহমান বাবু, যুগ্ম-সম্পাদক সোহেল সুলতান মানু, সাংগঠনিক সম্পাদক টিটব বিশ্বাস ও সাংবাদিক সুবল কর্মকার।


সভায় শেখ কামরুল হাসান সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম মঙ্গলবার বিকেলে চার ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের কথা জানিয়েছেন। এই ঘোষণার আগে থেকেই মাঠে নেমেছি। এখন সময় কম। তাই নির্বাচনী মাঠ সাজাতে ছুটছি। আমি ছোট বেলা থেকেই বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। বহু হামলা-মামলার শিকার হয়েছি। দক্ষিণ বাংলার উন্নয়নের রূপকার, জননন্দিত নেতা ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন আমার রাজনৈতিক অভিভাবক। তাঁর দোয়া ও আশির্বাদ নিয়ে আমি চলছি। ভোটারদের ভালবাসা ও সমর্থনে আশাকরি নির্বাচনে আমার জয়লাভ হবে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত